আবু হামিদ মোহাম্মদ আল-গাজ্জালি ইবনে মোহাম্মদ আত্-তুশী আস্-শাফি'ঈ (১০৫৮ - ১১১১ খ্রিঃ) ইসলামকে মধ্যযুগীয় অনৈসলামিক দার্শনিক চিন্তাধারার প্রভাব থেকে মুক্ত করে পবিত্র কোরআন-হাদিসের শিক্ষায় মুসলমানদের ফিরিয়ে আনেন। তার অবদানের জন্য তাকে ‘হুজ্জাতুল ইসলাম’ বা ‘ইসলামের রক্ষক’ বলা হয়। তিনি সুফিবাদের পরিপূর্ণতা দান করেন।
তার বিভিন্ন গ্রন্থের অসংখ্য বাণীর মধ্যে কয়েকটি উল্লেখ করা হল,
- আল্লাহর প্রত্যেকটি ফয়সালাই ন্যয়বিচারের ওপর ভিত্তিশীল। সুতরাং কোন অবস্থাতেই অভিযোগের ভাষা যেন উচ্চারিত না হয়।
- তিনটি অভ্যাস মানুষের সর্বমুখী কল্যাণ ডেকে আনে; আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দ’হাত তুলে আল্লাহর কাছে সাহয্য চাওয়া এবং যে কোন সংকটে ধৈর্য ধারণ করা।
- তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়; ‘লোভ, হিংসা ও অহংকার’।
- মানবজীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার ‘মন এবং জবানকে’ নিয়োন্ত্রণের মধ্য রাখতে সমর্থ হওয়া।
- দুই ধরনের লোক কখনও তৃপ্ত হতে পারে না – জ্ঞানের অন্বেষী এবং সম্পদের লোভী।
- ক্রোধ মনুষ্যত্বের আলোকশিখা নির্বাপিত করে দেয়।
- শক্ত কথায় রেশমের মতো নরম অন্তরও পাথরের মতো শক্ত হয়ে যায়।
- সাফল্যের অপর নামই অধ্যাবসায়।
